প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার মৌলভীবাজার রোডে শনিবার সকাল ৬টার দিকে সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় একই পরিবারের বৃদ্ধা মা ছমিরুন বেগম (৬০) নিহত ও ছেলে-মেয়ে,চালকসহ ৪ জন আহত হয়েছে।
জানা যায় কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কাইরচক নিবাসী মৃত বশির মিয়ার অসুস্থ স্ত্রী ছমিরুন বেগম চিকিৎসার জন্য কয়েকদিন পুর্বে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হন। মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ছমিরুন বেগম নিজ বাড়ীতে ফিরে আসার জন্য অস্বস্থিবোধ করলে শনিবার সকালে তার ছেলে আবুল মিয়া ও মেয়ে আমিনা বেগমকে নিয়ে শনিবার ভোরে হাসপাতালের ছাড়পত্র না নিয়ে সিএনজি অটোরিক্সাযোগে কুলাউড়ায় নিজ বাড়ীতে রওয়ানা দেন। পথিমধ্যে সকাল ৬টায় কুলাউড়া উপজেলার লোয়াইউনি চা-বাগান এলাকায় সিএনজি চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের্^র একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে সিএনজি গাড়ী দুমড়ে-মুচড়ে যায় ও গাড়ীর চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত কুলাউড়া ফায়ার ব্রিগেড ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহতদের মধ্যে বৃদ্ধা ছমিরুনকে মৃত ঘোষনা করেন এবং নিহতের মেয়ে আমিনা ও সিএনজি চালক মুসলিমকে আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন এবং নিহতের ছেলে আবুল মিয়া ও তার মেয়ে মারজানাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।