অনি চৌধুরী :: কুলাউড়ায় গরীব ও দুঃস্থ ৫টি পরিবারের মধ্যে ৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, সাবেক ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষ থেকে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সেলাই মেশিন বৃহস্পতিবার (১৭অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, মহিলা বিষয়ক অফিসার সেলিনা ইয়াছমিন, ইউপি চেয়ারম্যান আহবাব চৌধুরী শাহজাহান, এ কে এম নজরুল ইসলাম, আব্দুল মালেক, মমদুদ হোসেন, এম এ রহমান আতিক, নার্গিস আক্তার বুবলি, ব্যবসায়ী কল্যান সমিতির ৭নং ওয়ার্ড সম্পাদক জাহেদ আহমদ, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আহবাব হোসেন রাসেল,সাংসদের অফিস সহকারী সোহেল আহমদ ও রুহেল আহমদ, কাদিপুর যুব সমাজের চেয়ারম্যান নাহিদ চৌধুরী, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, প্রবাসী নুরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।