৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

কুলাউড়ায় রবীন্দ্রনাথের শত বছর পূর্তি উদযাপন পরিষদের সাথে শিক্ষকদের মতবিনিময়

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায় আগমনের শত বছর পুর্তি উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান প্রধানদের সাথে মঙ্গলবার রাতে কুলাউড়া প্রেসক্লাব ভবনে উদযাপন পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্জ্য (সজল) এর সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সদস্য সচিব,কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান এর পরিচালনায় অনুষ্টিত মত বিনিময়ে বক্তব্য রাখেন উদযাপন পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট এটি এম মান্নান, কুলাউড়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌরা দে, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, ইউসুফ-গণী কলেজের অধ্যক্ষ শাহ্ আলম সরকার, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ সিএম জয়নাল আবেদিন, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম,বশিরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক আব্দুল খালিক প্রমুখ। সভায় বক্তারা সর্বাত্মক সহযোগিতার আশ^াস দিয়ে উদযাপন পরিষদের প্রশংসনীয় উদ্দোগ ভবিষ্যত প্রজম্মের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের আহ্বায়ক সফিক মিয়া আফিয়ান,সদস্য লুৎফুর রহমান,সাংস্কৃতিক কর্মী গোলাম মোস্তফা পাবেল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, সাংবাদিক এনামুল আলম, সংগঠক শামীম আহমদ প্রমুখ।
উল্লেখ্য বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালের নভেম্বর মাসে ৩ দিনের সফরে ভারতের করিমগঞ্জ থেকে ট্রেনযোগে সিলেট যাত্রাপথে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৪ নভেম্বর রাত্রি যাপন করেন। কুলাউড়ার ঐতিহাসিক ৪ নভেম্বরের স্মৃতিচারনের দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানে সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি ও বিশিষ্ট কন্ঠ শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বণ্যাসহ রবীন্দ্র গবেষকবৃন্দ উপস্থিত থাকবেন বলে উদযাপন পরিষদের আহ্বায়ক ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি,বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ ও সদস্য সচিব কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান জানান।

513 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন