৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সুলতান মনসুরের শোক প্রকাশঃ কুলাউড়া আ’লীগ নেতা ইলিয়াছ মিয়ার দাফন সম্পন্ন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার প্রবীন রাজনীতিবিদ ও সমাজসেবক,ব্রাহ্মনবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক,সাবেক চেয়ারম্যান মোঃ ইলিয়াছ মিয়া মঙ্গলবার সকালে সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা ঐদিন বিকেল ৫টায় ব্রাহ্মনবাজারস্থ জালালাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্নের পর তার নিজ গ্রাম মৌলভীগাও গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজে সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান,উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। আ’লীগ নেতা ইলিয়াছ মিয়া দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য জটিল কিডনি রোগে শয্যাশায়ী ছিলেন।
শোক প্রকাশঃ
আ’লীগ নেতা ইলিয়াছ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে কুলাউড়া আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এক শোক বিবৃতিতে উল্লেখ করেন এলাকাবাসী তার মত একজন সৎ,নিষ্টাবান ও নিবেদিতপ্রান রাজনীতিবিদকে হারিয়েছে। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

823 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন