১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের দোকান কোটা লটারীতে বরাদ্ধ

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার প্রাচীনতম কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের ৭টি দোকান কোটা বরাদ্দের জন্য শতাধিক আবেদনের প্রেক্ষিতে অবশেষে লটারীর মাধ্যমে রোববার দোকান কোটা বরাদ্ধ প্রদান করা হয়েছে। কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের সভাপতি সুয়েব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চলনায় রোববার দোকান কোটা বরাদ্দ অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভূইয়া প্রায় ৩শত আবেদনকারীর মধ্যে আনুষ্ঠানিকভাবে লটারির ড’র মাধ্যমে ২১ জনকে বিজয়ী নির্ধারণ করেন।
লটারী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম,সহ-সম্পাদক আতিকুর রহমান আখই,আরএমবি ইনর্চাজ আব্দুল ছালাম,মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ও নজমুল হক, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ আশরাফ উদ্দিন ও শফিকুল ইসলাম শামীম,অর্থ সম্পাদক সেলিম আহমদ,উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মবশি^র আলী,বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ আলী আজন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। লটারি ড্র শেষে মোনাজাত পরিচালনা করেন গনকিয়া আলিম মাদ্রাসার সুপার ও রেলওয়ে জামে সমজিদের খতিব মাও: আবু আইয়ুব আনসারী।
লটারী ড্রতে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন আব্দুস ছালাম (জয়পাশা),নাঈম উদ্দিন (মাগুরা),মমতা রেহরুন (দক্ষিণ বাজর),আব্দুল মালিক (মাগুরা),নাছির আহমদ (জয়পাশা), ফারহানা (জুড়ী ভোকতেরা), মহিবুর রহমান (জয়পাশা),আমির হোসেন (জয়পাশা), মালেক বখ্স (জয়পাশা),শামীম (জয়পাশা),খন্দকার রায়হান (সাদেকপুর),মনি বেগম ( জয়পাশা), মখলিছ মিয়া (ভবানীপুর),বাবু মিয়া (মাইজগাঁও),সিয়াম (জয়পাশা),আলফাজুর রহমান (বাগাজুরা),আলাউদ্দিন (চাতলগাঁও),শেখ আসর আলী (জয়পাশা),লুবনা (কুলাউড়া গ্রাম), মোকাদ্দিক আহমদ সাদিক (কুলাউড়া গ্রাম), জহিরুল ইসলাম (কুলাউড়া গ্রাম)।

550 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন