৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের নির্বাহী কমিটি গঠন

প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা’র নির্বাহী কমিটি মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে জেলা মজলিস কার্যালয়ে গঠন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার ২০১৯- ২০২০ সেশনের জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটিতে বায়তুলমাল সম্পাদক মো.সিহাব উদ্দিন,প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান,অফিস ও প্রচার সম্পাদক আতিকুর রহমান চৌধুরী রয়েছেন ।

উল্লেখ্য, গত শনিবার ৫ অক্টোবর) জেলা মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে হাসান আহমাদ খানকে পুনরায় মৌলভীবাজার জেলার সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর এবং সেক্রেটারী মনোনীত হন মুজাহিদুল ইসলাম মামুন।

915 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন