১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ার টিলাগাওয়ে এমপি সুলতান মনসুরের সোলার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের বিদ্যুৎহীন ৪৩টি পরিবারের মধ্যে সৌর সোলার বিতরণ করা হয়েছে।

ডাকসুর সাবেক ভিপি,ছাত্রলীগের সাবেক সভাপতি,আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসন এর মাননীয় সাংসদ,বিশেষ অধিকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর উদ্যোগে টিআর-কাবিখা প্রকল্প থেকে সোমবার (৩ অক্টোবর) বিকেলে টিলাগাও ইউপি কার্যালয়ে এ সোলার বিতরণ করা হয়।

টিলাগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মখলিছুর রহমানের সভাপতিত্বে ও কুলাউড়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নওয়াব আলী ওয়াজেদ খান বাবু।

সোলার সর্ম্পকিত বিভিন্ন তথ্যাবলি উপস্থাপন করে বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭নং ওয়ার্ড সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা গণ ফোরামের সহ-সভাপতি মোতাহের চৌধুরী,টিলাগাও ইউপি সদস্য আব্দুল মালিক ফজলু, নিজাম মিয়া, এমপির অফিস সহকারী সুহেল আহমদ, রুয়েল আহমদ, কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান আব্দুল নাহিদ চৌধুরী,টিলাগাও ইউপি যুবলীগের যুগ্ম সম্পাদক শফিউল আলম শফি, কুলাউড়া ছাত্রকল্যাণ পরিষদের সহ সভাপতি লোকমান মেহেদী, যুগ্ম সম্পাদক সামছু উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জুসেফ, ইউপি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক  রেদওয়ান আহমেদ রেজা সহ ইউপি পরিষদের সদস্য বৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

743 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন