৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন শ্রমিকলীগ নেতা ফরহাদ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার :: সনাতন ধর্মাবলম্বীর প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন কাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কুলাউড়া উপজেলার যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন ফরহাদ৷

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।

কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান শ্রমিকলীগ নেতা ফরহাদ।
তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।

তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায় এই আশাবাদ ব্যাক্ত করেন তিনি । বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে মনে করেন তিনি।

647 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন