৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: অক্টোবর ২, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার পাল্লাকান্দি এলাকায় বুধবার বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক আজবর আলী (৫০) নিহত হয়েছেন।
জানা যায়, কুলাউড়া-সমসেরনগর রোডে সিএনজি চালক আজবর আলী একা গাড়ী চালিয়ে যাওয়ার পথে পাল্লাকান্দি এলাকায় পেছন থেকে একটি চলন্ত লাইটেস গাড়ী সজোরে সিএনজি গাড়ীকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক আজবর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। চালক আজবর আশ্রয়গ্রাম নিবাসী নিহত এরফান আলীর ছেলে। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই হারুন কুলাউড়া হাসপাতালে লাশের সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেন। ঘাতক লাইটেস চালক দুর্ঘটনার পর পর গাড়ী নিয়ে পালিয়ে যায়।

957 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন