১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা এলাকায় শুক্রবার দিবাগত গভীর রাতে ইসলামী ঐক্যজোট নেতা আব্দুল ওয়াদুদ এর বসতগৃহে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
জানা যায় কর্মধা ইউনিয়নের বুধপাশা নিবাসী ইসলামী ঐক্যজোট মৌলভীবাজার জেলা সভাপতি মাওঃ আব্দুল ওয়াদুদ সিলেট ও তার পরিবার শশুর বাড়ীতে থাকায় শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে তার বাড়ীর তালাবদ্ধ কাচা বসতঘরে অগ্নিকান্ড সংঘটিত হয়। পরে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। কুলাউড়া ফায়ার সার্ভিসের ধারনা বৈদ্যুতিক সর্ট শার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। অপরদিকে গৃহকর্তা মাওঃ আব্দুল ওয়াদুদ এর ধারনা কেহ শত্রুতামুলকভাবে তার ঘরে আগুন দিয়েছে।

810 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন