প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৯
মুনশী ইকবাল:: সিলেটে হোমিওপ্যাথি মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন ছাত্র পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. আবুল হাসান চৌধুরী ফারুক্বীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডা.এম.কে.খানের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০ সদস্য বিশিষ্ট এই কমিটির নাম ঘোষণা করেন সহ সভাপতি ডা.শফিকুর ইসলাম।
সাংবাদিক মুনশী ইকবালকে আহবায়ক করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দীন, শকিল আহমদ, নন্দন দাস, মো.রেজাউল করিম সায়েম, জাফরুল ইসলাম, সদস্য আ.বাছিত, শাহিন আহমদ, হাবিবুর রহমান, আজিজুল হক, হাফিজুর রহমান, আল আমিন, রুবি আক্তার, ঐশী দত্ত, ইয়াসিন আরাফাত, দ্বীপ, হেপি আক্তার, শম্পা দাস, মাসুম ফারুক্বী, হামিদা খানম এবং অলিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,ডা.এম এস আর জাহিদ, ডা.আব্দুর রহমান, ডা. লোকমান হেকিম, ডা.আবুল হোসেন, ডা.এম ই হক খালেদ, ডা. গোপাল চন্দ্র দত্ত, ডা. গোলাম কিবরিয়া, ডা. মো.আব্দুল হামিদ, ডা.আব্দুল কুদ্দুস প্রমুখ।