১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ভারতীয় মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় শুক্রবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি একেএম কামরুজ্জামান এর নেতৃত্বে এক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ বিশ্বজিৎ মালাকার (২৫) নামে এক ভারতীয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ কুলাউড়া উপজেলাধীন নছিরগঞ্জ বাজারের নিকটস্থ মনোহরপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার সম্মুখে অভিযান চালিয়ে ভারতের ত্রিপুরার উনকুটি জেলার ইরানী থানার কালিপুর নিবাসী মৃত দয়াময় মালাকার এর ছেলে বিশ্বজিৎ মালাকারকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৯শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবসুত্রে জানা গেছে।

1871 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন