৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ার রবিরবাজারে ভোক্তা অধিকার দপ্তরের জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে গত বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানকালে রবিরবাজার মসজিদের সম্মুখে হারুন মিয়ার ফলের দোকানকে ১ হাজার টাকা,কালামের মুরগির দোকানকে ২ হাজার ও কুলাউড়া রোডের রাজমহলকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান উক্ত অভিযানে প্রসাধনীর গায়ে নিজেদের মূল্য লেখা,ওজনে কম দেয়াসহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়। অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহযোগিতা করে।

606 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন