প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা কাজী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের বুধবার মৌলভীবাজার জেলা রেজিষ্টার জেড এম ইমরান হোসেন ফুল দিয়ে বরন করেছেন। কুলাউড়া সাব-রেজিষ্টার অফিসে আয়োজিত বরন অনুষ্টানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সাব-রেজিষ্টার মোঃ আব্দুল বারী। এসময় জেলা রেজিষ্টার জেড এম ইমরান হোসেন নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মানুষের সেবায় কাজীরা অগ্রনী ভুমিকা পালন করে সরকারের ভাবমুর্তিকে আগামীতে আরো উজ্জল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বরন অনুষ্টানে নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব কাজী একেএম বদরুল হক ও সাধারণ সম্পাদক কাজী গোলাম মোস্তফা চৌধুরী সুহেলসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কুলাউড়া উপজেলা কাজী সমিতির কার্যালয়ে গত ১৯ সেপ্টেম্বর অনুষ্টিত নির্বাচনে আলহাজ্ব কাজী একেএম বদরুল হককে সভাপতি ও কাজী গোলাম মোস্তফা চৌধুরী সুহেলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ৩ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি কাজী মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ ও কাজী খন্দকার ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কাজী মখলিছুর রহমান, দপ্তর সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী মাওলানা লিয়াকত আলী, সহ প্রচার সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম সিতার, অর্থ সম্পাদক কাজী মাওলানা এম এ মনাফ, সদস্য কাজী মাওলানা আব্দুস শহীদ শাহজালালী, কাজী মাওলানা এটিএম মোজাহিদুল ইসলাম, কাজী মাওলানা গৌছ আলী, কাজী মাওলানা জুনায়িদ আহমেদ বেলাল, কাজী মাওলানা জাকির হোসেন, কাজী মাওলানা মইন উদ্দিন, কাজী মাওলানা মনসুর আহমেদ, কাজী মাওলানা আব্দুস সামাদ কয়েস।