প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯
অনি চৌধুরীঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়কে জেলার শ্রেষ্ট অফিসার হিসাবে পুরস্কৃত করা হয়েছে। মাদকদ্রব্য বিরোধী সফল অভিযান পরিচালনা করার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে। মৌলভীবাজার জেলার পুলিশের মাসিক কল্যাণ সভায় গত বৃহস্পতিবার পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম -বার) চৌকস পুলিশ অফিসার হিসাবে দায়িত্বপালনের জন্য ওসি (ডিবি) বিনয় ভুষন রায় এর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্টানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইতিপুর্বে তিনি ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ পদকসহ আরো একাধিকবার তার দায়িত্ব পালনে দক্ষতার জন্য পুরস্কৃত হয়েছেন।
উল্লেখ্য হবিগঞ্জ জেলার লাখাই থানা নিবাসী ওসি (ডিবি) বিনয় ভূষন রায় ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে কুলাউড়া,গোলাপগঞ্জ,ছাতক,কানাইঘাট,বড়লেখা ও জৈন্তাপুর থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি মাদক নির্মুলে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীতে দেশ সেরা পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন।