প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও এইচএসসি জিপি এ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। দিন বদলের হাওয়ায়, সাংবাদিকতা এখন অনলাইনে এ স্লোাগানে প্রতিষ্ঠিত সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান গত বৃহস্পতিবার কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সভাপতি ফারহানা বেগম হেনার সভাপতিত্বে ও সহ সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ ইউসুফ আহমদ ইমন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জনকল্যান কাউন্সিল মিডল্যান্ডসের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক মাসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আলহাজ¦ মাহবুবুল আলম শামিম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক এম. আতিকুর রহমান আখই, অনলাইন গনমাধ্যম ২৪টুডেনিউজের সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ) প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রিয় কুলাউড়ার সম্পাদক একে এম জাবের, সাপ্তাহিক পাতা কুড়ির দেশ পত্রিকার প্রতিনিধি এইচ ডি রুবেল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক রবিউল আউয়াল মিন্টু, প্রিয় বাংলা’র সম্পাদক নাজমুল বারী সুহেল, সোসাইটির সহ-সভাপতি সুমন আহমদ, জাতীয় পার্টির নেতা মবশ্বির আলী, শাকিল সিদ্দিকী খালেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দিদার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক নজরুল হক, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সিলেট ভিউ২৪ এর নিজস্ব প্রতিবেদক শাকির আহমদ, তরুন সংগঠক আতিকুল ইসলাম, সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মুকিত আহমদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মইনুর রহমান শাহান, সদস্য এস এ কাওছার, নাঈম আলী প্রমুখ। সভাশেষে কুলাউড়া উপজেলার এইচএসসিতে জিপি-এ ৫ প্রাপ্ত ১২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্বারক তুলে দেন অতিথিবৃন্দ।