প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯
স্টাফ রিপোর্টার :: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যেগ- ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যুৎহীন ৫২ টি পরিবারের মধ্যে সৌর সোলার বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মাদ মনসুর আহমদ এর উদ্যোগে টিআর – কাবিখা প্রকল্প থেকে বুধবার (১৮ সেপ্টােম্বর) দুপুরে অগ্রনী উচ্চ বিদ্যালয়ে এ সোলার বিতরণ করা হয়।
সোলার বিতরণ অনুষ্টানে কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলির সভাপতিত্বে এবং ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী ওয়াজেদ খাঁন বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সদর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাজান, অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭নং ওয়ার্ড সম্পাদক সফিকুল ইসলাম জাহেদ, কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান নাহিদ চৌধুরী, সাংসদের অফিস সহকারী রুহেল আহমদ।
এসময় উপস্হিত ছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য আলম মিয়া, আব্দুল মোক্তাদির, ছাত্রনেতা সুলতান আহমদ টিপু, ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল লতিফ, যুগ্ন সাধারন সম্পাদক জুনেদ আহমেদ ও সাহেদুর পাবেল, রাশেদুল ইসলাম জায়েদ, রুমেল আহমেদ, ইউসুফ রনি প্রমুখ।