প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯
রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করেছেন। শনিবার দুপুর ১টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
এরপর দুপুর ২টার দিকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় মাজারে গিলাফ ছড়ান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা এবং সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা।
মাজার জিয়ারত শেষে বিকেলে সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সাদ এরশাদ। এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হন সাদ। নির্বাচন সামনে রেখে দুই ওলির মাজার জিয়ারত করতে সিলেটে এসেছেন তিনি।