প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯
এস আর অনি চৌধুরী :: বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হলেন কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা কলেজের রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ আতাউর রহমান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিশেষ সভায় গত ০২/০৯/২০১৯ তারিখে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শহীদুল ইসলাম আকন্দ ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ডঃ মোঃ জাফর ইকবাল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাঁকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন এর চিঠি দেয়া হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এমন গুরুত্বপূর্ণ পদে নিজেকে অধিষ্ঠিত করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন তাকে যে মুল্যায়ন দিয়েছে সেজন্য তিনি চির কৃতজ্ঞ এবং তার উপর অর্পিত দায়িত্ব যেন অকুন্ন রাখতে পারেন বলে সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন ।