৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ডেইরি ফার্ম এসোসিয়েশন গঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় ডেইরি ফার্ম এসোসিয়েশন গঠনের লক্ষে বুধবার খামার মালিকদের এক সভা অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তার কার্যালয়ে কুলাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খামারী মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় মোঃ শাহজাহানকে সভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক,খামারী মইনুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশন গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ আমিন মিয়া (ভুকশিমইল),কোষাধ্যক্ষ সাব্বির হোসেন (হাসনপুর),প্রচার সম্পাদক আবু মোহাম্মদ (জয়চন্ডি),বিপনন সম্পাদক মিনহাজুর রহমান আযাদ (ব্রাম্মনবাজার),দপ্তর সম্পাদক মুজিবুর রহমান (তহশিলদার),সদস্য অশোক দেব (চুনঘর),আবুল কালাম (গুপ্তগ্রাম),সেফুল মিয়া (লস্করপুর) ও মোঃ রিয়াজ(কাদিপুর)।

890 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন