প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় ডেইরি ফার্ম এসোসিয়েশন গঠনের লক্ষে বুধবার খামার মালিকদের এক সভা অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তার কার্যালয়ে কুলাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খামারী মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় মোঃ শাহজাহানকে সভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক,খামারী মইনুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশন গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ আমিন মিয়া (ভুকশিমইল),কোষাধ্যক্ষ সাব্বির হোসেন (হাসনপুর),প্রচার সম্পাদক আবু মোহাম্মদ (জয়চন্ডি),বিপনন সম্পাদক মিনহাজুর রহমান আযাদ (ব্রাম্মনবাজার),দপ্তর সম্পাদক মুজিবুর রহমান (তহশিলদার),সদস্য অশোক দেব (চুনঘর),আবুল কালাম (গুপ্তগ্রাম),সেফুল মিয়া (লস্করপুর) ও মোঃ রিয়াজ(কাদিপুর)।