৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

কুলাউড়া উপজেলার পৌর শহরের জয়পাশা গ্রামে মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মধা ইউনিয়নের কর্মধা গ্রামের মকবুল আলী মহরীরের পুত্র দুবাই প্রবাসী রশীদ আলীর (২৫) মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
জানা যায়, দুবাই প্রবাসী রশীদ গত সোমবার তার সমন্ধির বিয়ে উপলক্ষে তার শ^শুর জয়পাশা নিবাসী সমেদ আলীর বাড়িতে স্ব-পরিবারে যান। পরদিন মঙ্গলবার দুপুরে শ^শুড় বাড়িতে একটি ফ্রিজ এক রুম থেকে অপর রুমে স্থানান্তরের এক পর্যায়ে সুইচ বোর্ডে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন রশীদকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই মো. আবুল বাশারসহ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা করেছে।

1012 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন