১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বৃহস্পতিবার

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর বৃহস্পতিবার উদ্বোধন করা হবে।
টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সভাপতি নবাগত ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর পরিচালনায় গত সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত কমিটির সভায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ব্রাহ্মনবাজারস্থ জালালাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট উদ্বোধন এবং আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় টুর্নামেন্টের সমাপনীতে মৌলভীবাজার জেলা প্রশাসককে প্রধান অতিথি করে সমাপনী অনুষ্টানের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান,পৌর মেয়র শফি আলম ইউনুছ,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

822 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন