১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় গরুচোর শিবলু গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া থানা পুলিশ মঙ্গলবার সন্ধায় কুলাউড়া রেলওয়ে কলোনী এলাকায় এক অভিযান চালিয়ে শিবলু মিয়া নামে এক কুখ্যাত গরুচোরকে গ্রেফতার করেছে।
থানাসুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কানাই লাল চক্রবর্তীর নেতৃত্বে এসআই রিয়াদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার সন্ধায় কুলাউড়া রেলওয়ে কলোনীর জয়পাশা এলাকায় এক অভিযান চালিয়ে শিবলু মিয়া নামে এক গরু চোরকে আটক করা হয়। গ্রেফতারকৃত শিবলু হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কাচিশাইল নিবাসী আঃ মোতালেব এর পুত্র। এসআই কানাই লাল জানান শিবলু আন্তঃজেলা গরুচোর ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতাকৃত শিবলুকে বুধবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

1370 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন