প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মন্তাজ আলীকে পুলিশ গ্রেফতার করে রোববার জেল হাজতে প্রেরন করেছে।
থানা সুত্রে জানা যায় প্রধান শিক্ষক মোঃ মন্তাজ আলীসহ তাঁর ছেলের বিরুদ্ধে একই স্কুলের ৪র্থ শ্রেণির এক ছাত্রী ফারজানা আক্তারকে নির্যাতনের পর অর্ধনগ্ন করে ছবি তোলার অভিযোগে শিক্ষার্থীর ফুফু আমেনা আক্তার শনিবার কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ এলাকায় এক অভিযান চালিয়ে প্রধান শিক্ষক মোঃ মন্তাজ আলীকে শনিবার গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রধান শিক্ষককে রোববার জেল হাজতে প্রেরন করা হয়েছে।