১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়া শিশু একাডেমীর মৌসুমী প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা শিশু একাডেমীর আয়োজনে বুধবার মৌসুমী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে শিশু একাডেমীর মৌসুমী প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর প্রায় দেড় শতাধিক শিশু কিশোররা অংশ গ্রহণ করে। মৌসুমী প্রতিযোগিতায় দলীয় নৃত্য, সমবেত দেশাত্ববোধক জারিগান,দেয়ালিকা,জ্ঞান জিজ্ঞাসা,উপস্থিত বিতর্ক ও দলীয় অভিনয় বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবুল বাসার এর সভাপতিত্বে ও কথা সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় পুরস্কার বিতরনীতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ, টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম। বিচারকের দায়িত্বে ছিলেন বিভিন্ন ইভেন্টে সানরাইজ কেজি স্কুলের অধ্যক্ষ মধুজিৎ ভট্টাচার্য্য, শিশু একাডেমীর শিক্ষক মিত্রা ভট্টাচার্য্য, নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নন্দিতা দাস। শিশু একাডেমী কুলাউড়া শাখার শিক্ষক সেলিনা আক্তার ও রুমেনা আক্তার ্এর সহযোগিতায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। বিভিন্ন ইভেন্টে প্রথম যারা হয়েছে তারা আগামী ৭ সেপ্টেম্বর শনিবার মৌলভীবাজারে অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। পরে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ ও বিচারকবৃন্দ।

862 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন