প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে সোমবার ‘শিক্ষায় বন পরিবেশ, আধুনিক বাংলাদেশ’ শ্লোগানের আলোকে বিনামুল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মোহাম্মদ সাঈদ উল্লাহ্ এর সভাপতিত্বে শাখা প্রাঙ্গনে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের মধ্যে বিনামূল্যে প্রায় দু’হাজার বৃক্ষ চারা বিতরন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এফএভিপি ও কুলাউড়া শাখা প্রধান মুহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইসলামী ব্যাংকের বিভিন্ন কর্মসূচীর ভূয়শী প্রশংসা করেন এবং মানুষের মাঝে বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ওষুধি বৃক্ষ প্রদান করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।