১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় নিখোজ স্কুল ছাত্র রাফি ঢাকা থেকে উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলার মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র নিখোজ অলিউর রহমান রাফি (১২ কে গত বুধবার রাতে ঢাকায় আন্তঃনগর পারাবত ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায় রাউৎগাও ইউনিয়নের নর্ত্তন নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম লুৎফুর রহমানের ছেলে রাফি গত বুধবার সকালে বাড়ী থেকে স্কুলে যায়। সে স্কুলের ৪র্থ পিরিয়ডের বিরতির পর ক্লাসে তার স্কুল ব্যাগ রেখে আর ক্লাসে ফিরে আসেনি। বিকেলে স্কুল ছুটির পর বাড়ীতে না যাওয়ায় তার নিখোজের ঘটনা ধরা পড়ে। নিখোজের পর থেকে পরিবারের সদস্যরা সম্বাব্য আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধান পাননি। এক পর্যায়ে কুলাউড়া রেলওয়ে ষ্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে তাকে বিকেল ৪ টার ঢাকাগামী পারাবত ট্রেনে উঠতে দেখা যায়। এরই সুত্র ধরে স্পেন থেকে রাফির চাচা ঢাকায় চাকুরীরত রাফির ফুফাত ভাই সোয়েবকে ফোনে ঘটনা আবহিত করেন। ফোন পেয়ে সোয়েব তার সঙ্গীয় অন্যান্যদের নিয়ে রাতেই ঢাকা বিমানবন্দর ষ্টেশন থেকে উক্ত ট্রেনে আরোহন করে খোজাখুজির এক পর্যায়ে তাকে একটি বগীতে বসা অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে সোয়েব ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনে রাফিকে নিয়ে দুপুরে কুলাউড়া পৌছে। পরে রাফিকে নিয়ে ষ্টেশন থেকে কুলাউড়া থানায় গেলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে এক মহিলা তাকে নিয়ে গেছে এ তথ্য ছাড়া আর কোন কিছু বলতে পারেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান। পরে রাফিকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়।

1107 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন