প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৯
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলার মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র অলিউর রহমান রাহি (১২) বুধবার স্কুলে যাওয়ার পর থেকে নিখোজ রয়েছে।
জানা যায় রাউৎগাও ইউনিয়নের নর্ত্তন নিবাসী মরহুম লুৎফুর রহমানের ছেলে রাহি বুধবার সকালে বাড়ী থেকে স্কুলে যায়। সে স্কুলের ৪র্থ পিরিয়ডের বিরতির পর থেকে নিখোজ হয়। প্রধান শিক্ষক মোঃ শাহেদ আলী জানান রাহি বুুুধবার যথারীতি ১ম পিরিয়ড থেকে ৪র্থ পিরিয়ড পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিল। বিরতির পর সে ক্লাসে তার স্কুল ব্যাগ রেখে আর ক্লাসে ফিরে আসেনি। বিকেলে স্কুল ছুটির পর সে বাড়ীতে না যাওয়ায় তার নিখোজের ঘটনা ধরা পড়ে। নিখোজের পর থেকে পরিবারের সদস্যরা সম্বাব্য আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধান পাননি। এ ব্যাপারে সন্ধায় কুলাউড়া থানাকে উক্ত ঘটনা অবহিত করা হয়েছে বলে পারিবারিকসুত্রে জানা গেছে।