প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৯
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা শহরের উছলাপাড়াস্থ মোটর-কার ওয়ারিং ওয়ার্কসপের মোস্তাক (১৮) নামে এক মেকানিক মঙ্গলবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মারা গেছে।
জানা যায় মোস্তাক মঙ্গলবার বিকেলে তার নিজ ওয়ার্কসপে একা কাজ করাকালে আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানের ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পার্শ্ববর্তী দোকানের অপর এক মেকানিক তাকে খুজতে গেলে উক্ত ঘটনা তার নজরে আসে। পরে তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত মোস্তাক পৌর শহরের জয়পাশা নিবাসী কুলাউড়া রেলওয়ে বুকষ্টলের সাবেক পত্রিকা সরবরাহকারী আছদ্দর আলীর পুত্র ও ওয়ারিং মেকানিক ফয়সলের কনিষ্ট ভ্রাতা।