প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার এর পরিচালনায় অনুষ্টিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুন নুর,সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভুইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,সহঃ রেঞ্জ কর্মকর্তা রিয়াজ আহমদ,উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য হোসেন মনসুর। উদ্বোধনের পুর্বে এক র্যালী শহর প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান কৃষকদের মধ্যে লেবু,মালটা ও কমলাসহ ১০টি করে ফলদ গাছের চারা বিতরন ও ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। অনুষ্টানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী,উপজেলা কৃষকলীগ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী,এমপির প্রেস সহকারী শাহবান রশীদ চৌধুরী ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।