প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বৃহস্পতিবার জেলা প্রশাসক অফিস পরিদর্শনে গেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসক নাজিয়া শিরিন মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রমের ভ’য়শী প্রশংসা করেন ও মহিলা প্রশিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে মহিলাদের প্রশিক্ষন গ্রহন করে আত্ম-নির্ভরশীল হওয়ার পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিউর রহিম জাদিদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার কামরুল ইসলামসহ মহিলা বিষয়ক অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।