১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া থানা পুলিশ বৃহস্পতিবার ভুকশিমইল ইউনিয়ন থেকে অনিক নামে ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেছে।
জানা যায় গত বুধবার রাতে ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর নিবাসী শিবলু মিয়া গংদের সাথে প্রতিপক্ষের ঝগড়ার এক পর্যায়ে ছুরির আঘাতে ইলাই মিয়ার ছেলে সাদিপুর ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র শিশু অনিক মিয়া গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা অনিককে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারতবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে অনিকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় অনিকের মা জেলি বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে থানাসুত্রে জানা গেছে।

737 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন