প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯
এস আর অনি চৌধুরী :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল লাইছ অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পেয়েছেন। তাকে যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
জানা যায়, গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসণ মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখার-২ এর সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মুহাম্মদ আবুল লাইছকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি করা হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ আবুল লাইছ বিগত ২০১৮ সালের ১ নভেম্বর কুলাউড়া উপজেলায় যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তবে খুব শীঘ্রই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।