১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাহুবলের মিরপুর বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে গত ১৮আগষ্ট রোববার ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। মিরপুর বাজারের শ্রীমঙ্গল রোডের হান্নান ম্যানশনে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। মিরপুর বাজার কমিটির সভাপতি হাজী সামসুল হক মাষ্টারের সভাপতিত্বে ও আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের প্রভাষক আব্দুল হাই ভুইয়ার পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক হবিগঞ্জ শাখার রিজিওনাল ম্যানেজার কে এম হাফিজুর রহমান, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডঃ মোহাম্মদ আলী পাঠান, আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের প্রতিষ্টাতা পরিবারের সদস্য ফজলুর রহমান চৌধুরী,মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত,ডাচ বাংলা ব্যাংক হবিগঞ্জ এজেন্ট শাখা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর এজেন্ট শাখার আউটলেট ইনচার্জ মাহফুজ আলম ফয়সল,হান্নান ম্যানসনের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম,শ্রমিক নেতা আসকর আলী প্রমুখ। বিγপ্তি

963 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন