৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ডাকাতিকরা মোটর সাইকেল নবীগঞ্জ এলাকা থেকে উদ্ধার

প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া থানার ভাটেরায় ডাকাতিকরা দু’টি মোটর সাইকেলের মধ্যে ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ গতকাল বুধবার নবীগঞ্জ এলাকা থেকে ১ টি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
থানাসুত্রে জানা যায় গত ৩১ জুলাই রাতে কুলাউড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ব্রাহ্মনবাজারস্থ গ্রীন ভিউ সিএনজি পাম্পের স্বত্বাধিকারী আজিজুর রহমান টুটুর ভাটেরা ইউনিয়নের খারপাড়ার গ্রামের বাড়ীতে এক দুঃসাহষিক ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা দু’টি মোটর সাইকেল,নগদ টাকা,দামী মোবাইল ফোন সেটসহ মুল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কুলাউড়া থানায় গৃহকর্তার ছেলে আহমদ সিয়ান বাদী হয়ে ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান গতকাল বুধবার গোপনসুত্রে খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশ হবিগη জেলার নবীগঞ্জ থানা এলাকায় এক অভিযান চালিয়ে দেবপাড়া এলাকায় রাস্তায় ফেলে রাখা ডাকাতিকরা উক্ত দুটি মোটর সাইকেলের মধ্যে ১টি উদ্ধার করতে সক্ষম হন।
তিনি আরো জানান ইতিপুর্বে পুলিশ গত ২ আগষ্ট সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে অপর এক ঝটিকা অভিযান চালিয়ে অস্ত্রসহ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া নিবাসী কামরুল ইসলামকে ৪ রাউন্ড গুলীসহ ১টি সর্টগান এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আউশকান্দি এলাকা থেকে অপর ডাকাত কমলগঞ্জ থানার শ্রীমতপুর নিবাসী আব্দুছ ছাত্তার রাজুকে গ্রেফতার করা হয়। ডাকাতিকরা অপর মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি (তদন্ত) জানান।

975 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন