৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় বড় ভাইর হাতে ছোট ভাই খুন

প্রকাশিত: আগস্ট ১১, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার কর্মধা এলাকায় বড় ভাইর হাতে ছোট ভাই মর্মান্তিকভাবে খুন হওয়ার খবর পাওয়া গেছে।  রোববার সকালে নিহতের নানার বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর পর ঘাতক ভাই পালিয়ে গেছে। পুলিশ ঘাতককে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
থানাসুত্রে জানা যায় রোববার সকাল ৬ টার দিকে নুনা গ্রামে নানার বাড়ীতে অবস্থানরত বড় ভাই মামুনুর রশীদ মামুন (৩০) অতর্কিতভাবে আপন ছোট ভাই ৯ম শ্রেনীর মাদ্রাসা ছাত্র রাজিবুর রহমান রাজিব (১৭) কে ধারালো অস্ত্র দিয়ে গলাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে ঘটনাস্থলে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে কুলাউড়া থানার ওসি ইয়াদৌস হাসান,ওসি (তদন্ত) সηয় চক্রবর্তীসহ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে প্রেরন করেন। এদিকে খুনের ঘটনায় পুলিশ ঘাতক ভাইকে গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে বলে ওসি জানান।

1019 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন