৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ৪ গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১০, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নুনা টিলাবাড়ী,গুতুমপুর,হাসিমপুর ও বাবনিয়াসহ ৪ গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে গুতুমপুর খেলার মাঠে ৪ গ্রামের ১২২টি নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
উদ্বোধন শেষে কর্মধা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল মালিক মাস্টারের সভাপতিত্বে ও সমাজসেবক বাবুল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাব আলী ওয়াজেদ খান বাবু, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, পল্লীবিদ্যুৎ কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক মাহবুবুর রহমান কবির,জেলা গণফোরামের সহ-সভাপতি মোতাহির আলম চৌধুরী,উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা হোসেন মনসুর,উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আহবাব হোসেন রাসেল,নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ, সাংবাদিক শাহবান রশীদ চৌধুরী অনি, একেএম জাবের, রাঙ্গিছড়া বাজার সমিতির সভাপতি সৈয়দ রুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা আবুল কাশেম মোহন,কুলাউড়া উপজেলা ছাত্রকল্যান পরিষদের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

1544 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন