৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় পুলিশের মোটর সাইকেল মহড়া

প্রকাশিত: আগস্ট ৮, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জন-নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরে পুলিশের মোটর সাইকেল মহড়া বের করা হয়। কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে মোটর সাইকেল মহড়া কুলাউড়া শহর প্রদক্ষিন করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান জন-নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার থেকে মোটর সাইকেল মোবাইল টিমের কার্যক্রম শুরু করা হয়েছে। থানা পুলিশের উদ্যোগে মোটর সাইকেল মোবাইল টিম সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিবে। এছাড়া ঈদের সময় পশুর হাট ও ব্যাংক এলাকায় অসাধু ব্যবসায়ী চক্র, ছিনতাইকারী ও শহরে যানজট প্রতিরোধে টহল টিম কাজ করবে।
তিনি আরো জানান প্রতিদিন এ টিম পৌর শহর থেকে শুরু করে উপজেলার সকল ইউনিয়ন এলাকায় টহল দিবে। প্রতি মোটর সাইকেলে দু’জন করে পুলিশ সদস্যরা কাজ করবেন। এ টহল কার্যক্রম পবিত্র ঈদুল আযহা ও ১৫ আগস্ট পর্যন্ত চলবে। তিনি পুলিশের এ কার্যক্রমকে সফল করতে ও পুলিশের সেবা গ্রহনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

1057 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন