প্রকাশিত: আগস্ট ৩, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া থানা পুলিশ সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে এক অভিযান চালিয়ে গত ৩১ জুলাই রাতে বিশিষ্ট ব্যবসায়ী ব্রাহ্মনবাজারস্থ গ্রীন ভিউ সিএনজি পাম্পের স্বত্বাধিকারী আজিজ আহমদ টুটুর ভাটেরা ইউনিয়নের খারপাড়ার গ্রামের বাড়ীতে সংঘটিত দুঃসাহষিক ডাকাতি মামলায় অস্ত্রসহ কামরুল ও রাজু নামে ২ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
থানাসুত্রে জানা যায় মৌলভীবাজার জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলামের নেতৃত্বে ও কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসানের সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখার ওসি বিনয় ভূষন রায় ও কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ পুলিশের একদল গত শুক্রবার ঝটিকা অভিযানকালে সিলেট জেলা শহরের ষ্টেশন রোড থেকে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া নিবাসী কামরুল ইসলামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিনুযায়ী ৪ রাউন্ড গুলীসহ ১টি সর্টগান উদ্ধার এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আউশকান্দি এলাকা থেকে অপর ডাকাত কমলগঞ্জ থানার শ্রীমতপুর নিবাসী আব্দুছ ছাত্তার রাজুকে আটক করা হয়। ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান গ্রেফতারকৃত সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য কামরুলের বিরুদ্ধে ফেঞ্চগঞ্জ থানায় হত্যা মামলা ও রাজুর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ৩ টি ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদ্বয়কে শনিবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।