প্রকাশিত: জুলাই ২২, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে শুক্রবার রাতে এক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জাল নোটসহ কবির আহমদ (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কুলাউড়া থানাধীন শমসেরনগর রোডস্থ চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে কুলাউড়া থানার কটারকোনা নিবাসী মৃত ইসলাম উদ্দিনের ছেলে কবির আহমেদকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশী করে ১ ল ভারতীয় জাল রুপি এবং ৩ হাজার বাংলাদেশী জাল টাকা উদ্ধার করে জব্দ করা হয়। পরে আসামীকে জাল টাকাসহ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।