প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৯-এর এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে মঙ্গলবার রাতে এক অভিযান চালিয়ে শিশু স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি খোকন রাজভর (২৮) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুলাউড়া উপজেলার পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে কুলাউড়া থানার এজাহারনামীয় আসামি খোকন রাজভরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী খোকন রাজভর কুলাউড়া থানা এলাকার গাজীপুর গ্রামের মৃত প্রমা রাজভরের ছেলে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই আসামীকে কুলাউড়া থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ, গত ১২ জুলাই দুপুরে উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চা বাগান এলাকায় প্রথম শ্রেণিতে পড়ুয়া ছয় বছর বয়সী এক স্কুলছাত্রীকে বাসায় একা পেয়ে খোকন রাজভর জোরপূর্বক তাকে ধর্ষণ করে।