প্রকাশিত: জুলাই ১২, ২০১৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মৌলভীবাজার থেকে ১ জনসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরে তাদের আটকের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইল থেকে র্যাব-৬ শহীদুল ইসলামকে (২৫), চট্টগ্রাম থেকে র্যাব-৭ আরমান হোসাইনকে (২০), মৌলভীবাজার থেকে র্যাব-৯ ফারুককে (৫০) এবং কুমিল্লা থেকে র্যাব-১১ হায়াতুন নবীকে (৩১) আটক করেছে।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।