প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৮
উপজেলার সাগরনাল বাঁশ মহালের লাউয়ের আগা এলাকা থেকে বুধবার সকাল ৮টার দিকে আজমল আলী শামীমের (৪৫) লাশ উদ্ধার করা হয় বলে জুড়ী থানার এসআই কামরুজ্জামান জানান।
মৃত আজমল আলী শামীমের (৪৫) বাড়ি কুলাউড়া পৌর শহরের মাগুড়া উওর এলাকায়। তিনি কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।
আহত শাহীন সাগরনালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, মঙ্গলবার রাতে শামীম ও শাহীন মোটরসাইকেলে করে ফুলতলা সড়ক হয়ে কুলাউড়া ফেরার পথে হাতির আক্রমণের শিকার হন।
“এ সময় হাতির পায়ের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শামীম মারা যান। হাতি মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে ফেলে।”
এ সময় শাহীন পাশের একটি জঙ্গলে পালিয়ে যাওয়ায় প্রাণের বেঁচে যান বলে ওসি জানান।