৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নিখোঁজের একদিন পর ধলই নদী থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৭

ফেইসবুক শেয়ার করুন

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ছয় বছর বয়সী মিনারের লাশ উদ্ধার করা হয় বলে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.নজরুল ইসলাম জানান।

আদমপুর ইউনিয়নের বনগাঁও এলাকার মৃত আছদ্দর মিয়ার ছেলে মিনার মাসুম স্থানীয় বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

কুলাউড়া সংবাদ ডটকমকে পরিদর্শক নজরুল জানান, সোমবার বিকাল ৩টার দিকে গ্রামের অন্যন্য শিশুর সঙ্গে ধলই নদীতে গোসলে করতে নামে মাসুম। সাঁতার কাটার এক পর্যায়ের পানিতে তলিয়ে যায় সে।

পরে তার সঙ্গীরা গিয়ে মাসুমের বাড়ির লোকদের খবর দিলে তারা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলেও কোনো হদিস মেলেনি।

তিনি জানান, মাসুমের খোঁজে সকালে একদল জেলে নদীতে নামে। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর জেলেরা তার লাশ পায়।

125 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন