২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

সাংবাদিক মাহফুজ শাকিলের পিতৃবিয়োগ

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫

ফেইসবুকে শেয়ার করুন

দৈনিক কালের কণ্ঠ কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক মাহফুজ শাকিলের বাবা মো. লুৎফুর রহমান (ভিডিপি লুৎফুর) ইন্তেকাল করেছেন। শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে সদর ইউনিয়নের করের গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

মো. লুৎফুর রহমান সদর ইউনিয়নের সাবেক তিনবারের ইউপি সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে ও নাতী নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবিরসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।##


ফেইসবুকে শেয়ার করুন
52 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন