৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় সাবেক ছাত্রলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

স্টাফ রিপোর্ট :: করোনাভাইরাসের প্রভাবে কুলাউড়ায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা বিশিষ্ট সমাজ সেবক রেজাউল হাসান রাজু।

উপজেলার ভুকশিমইল ইউনিয়নে সকল ওয়ার্ডে বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচদিনে নিজে কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে ৫শত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

খাদ্য সামগ্রীতে ছিল- ২কেজি আলু, ১লিটার তেল, ১কেজি পেঁয়াজ, ১কেজি লবণ, ১কেজি ময়দা, ১কেজি ডাল ও ১টি সাবান।

রেজাউল হাসান রাজু উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাসুক মিয়ার ছেলে। রাজু বাংলাদেশ ছাত্রলীগ হাম্পশেয়ার শাখা যুক্তরাজ্যের সাবেক সভাপতি ছিলেন।

অসহায় ৫০০ পরিবার সাবেক ছাত্রলীগ নেতার মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন বর্তমান পরিস্থিতিতে খাদ্য সামগ্রী পেয়ে তারা উপকৃত হয়েছেন।

এ বিষয়ে সাবেক ছাত্রলীগ রেজাউল হাসান রাজু বলেন, এই দূর্যোগের সময়ে গরীব, অসহায় দুস্থদের পাশে থাকার চেষ্টা করছি। আমার সামর্থ্যমত খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।


ফেইসবুকে শেয়ার করুন
845 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন