২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম

প্রকাশিত: মার্চ ১৬, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টোকে দায়িত্ব প্রদান করা হয়েছে। কলেজ মিলনায়তনে সোমবার কলেজ গভর্নিং বডির সভাপতি, সাবেক এমপি মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্টিত কলেজ গভর্নিং বডির এক জরুরী সভায় অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এর মৃত্যুজনিত কারনে উপাধ্যক্ষকে কলেজ পরিচালনার স্বার্থে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এর আকস্মিক মৃত্যুতে কলেজ গভর্নিং বডির পক্ষ থেকে এক শোক প্রস্তাব গ্রহন করে ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, এম শাকিল রশীদ চৌধুরী, গৌরা দে, আব্দুল মালিক, প্রভাষক পেয়ারা বেগম, প্রভাষক মোঃ খালিক উদ্দিন প্রমুখ।


ফেইসবুকে শেয়ার করুন
4114 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন