১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম

প্রকাশিত: মে ৩১, ২০২৪

ফেইসবুক শেয়ার করুন

সংবাদ ডেস্ক ঃঃ  কুলাউড়া উপজেলায় ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তায়েফের চাচাতো ভাই, অফিকুল ইসলাম হাদী, জানান, রাত সাড়ে ৮টার দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাড়ি থেকে স্থানীয় পেকুরবাজারে যান তায়েফ। রাত ৯টার দিকে বাড়ি ফেরার সময় একজন তার মোবাইলে ফোন দিয়ে পেকুরবাজারের পাশের একটি রাস্তায় যাওয়ার জন্য বলে।

তায়েফ ওই জায়গায় যাওয়া মাত্রই ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত কোনো কিছু বুঝে ওঠার আগেই তায়েফকে লাঠিসোটা দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, তায়েফের মাথায় আঘাতে ফলে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাত সাড়ে ১১টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তায়েফের চাচাতো ভাই অফিকুল ইসলাম হাদী।

415 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন