আপডেট: মার্চ ২৭, ২০২৩
সিলেটে মাত্র দুই টাকা প্রতীকী মূল্যে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়েছে দ্য হেল্পিং উইং নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (২৫ মার্চ) বিকেলে নগরের শামীমাবাদ এলাকায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে ইফতার তুলে দেন সংগঠনের সদস্যরা।
দ্য হেল্পিং উইংয়ের সভাপতি নাদের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিস শামস তিয়াসের পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) মো. রাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ুন আহমদ প্রমুখ।