১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় চারুবালা ব্যাটারি এন্ড আইপিএস হাউজের উদ্বোধন

আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২১

Fb Img 1632716398219
ফেইসবুক শেয়ার করুন

নিউজ ডেস্ক ঃ
চারুবালা ব্যাটারীএন্ডআইপিএস হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ সফি আহমেদ সলমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমেদ কমরু। এছাড়া আরো উপস্হিত ছিলেন কুলাউড়া পৌরসভার ০২ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছার আরিফ ,কুলাউড়া ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ৮নং ওয়ার্ড সম্পাদক রাজুআহমেদ দুলাল। চারুবালাব্যাটারীএণ্ডআইপিএস হাউজ এর পক্ষ থেকে স্বত্বাধিকারী সুদীপ্ত চৌধুরী সত্যম সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

894 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন